মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর দুইটার দিকে কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী নাট মন্দিরে প্রবেশ করে শীতলা, কালী ও মনসা প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।
তবে মন্দিরের সিসি ক্যামেরায় অচেনা এক ব্যক্তিকে ওই মন্দিরের প্রধান ফটক থেকে প্রবেশ করতে দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরের দিকে মন্দিরে কোন লোক ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে একটি কক্ষে থাকা তিনটি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। প্রতিমা ভাংচুরের খবরে মন্দির এলাকায় ভীড় করে শতাধিক সনাতনী নারী পুরুষ।
এ ঘটনা পরিদর্শন করেছেন কলাপাড়া থানা পুলিশ।
Leave a Reply