মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (২০২৩-২০২৪) আর্থিক সালের আওতায় বরিশালের হিজলা উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক(বকনা বাছুর, ছাগল ও বৈধ জাল) উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ।
হিজলা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার(ভূমি) ইয়াসীন সাদেক এর সভাপতিত্বে উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সেলিনা ইসলাম তুহিন। উপজেলার নিবন্ধিত সুফলভোগীদের মধ্যে ১টি করে গরু পেয়েছেন ৭২ জন, ১ জোড়া করে ছাগল পেয়েছেন ২০ জন এবং বৈধ জাল পেয়েছেন ৪০ জন মৎস্যজীবি।
Leave a Reply