সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রংপুর মেডিকেল কলেজের(রমেক) ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও পুলিশ রয়েছে।
আক্রান্তদের মধ্যে রংপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকার ২৫ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ৬ জন, লালমনিরহাটের ৪ জন ও নাটোর জেলার ১ জন রয়েছেন।
বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুনবী লাইজু জানান, আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাটোরের এক বৃদ্ধ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী, মাহিগঞ্জ ও তাজহাট থানার চার পুলিশ সদস্য, নগরীর ধাপের এক নারী, গুপ্তপাড়ার দুই পুরুষ, ঠিকাদারপাড়ার এক যুবক, শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ, কলেজপাড়ার একই পরিবারের তিনজন, মডার্ণ মোড়ের এক চিকিৎসক, বাবুখাঁর এক বৃদ্ধ, খলিফা পাড়ার এক চিকিৎসক, কেরানীপাড়ার এক পুরুষ, মেডিকেল পূর্বগেটের এক পুরুষ, গঙ্গাচড়ার দুই চিকিৎসকসহ তিনজন, বদরগঞ্জের দুই নারী, পীরগাছার দুই পুরুষ ও কাউনিয়ার এক পুরুষ রয়েছেন।
এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক কিশোর ও এক যুবক , সাদুল্ল্যাপুরের তিনজন, পলাশবাড়ির এক পুরুষ, লালমনিহাট হাতিবান্ধার এক বৃদ্ধ, লালমনিরহাট সদরের এক পুরুষ ও এক নারী, পাটগ্রাম এনসিসি ব্যাংকের এক কর্মকর্তা, কুড়িগ্রাম সদরের একজন, রৌমারীর এক নারী, রৌমারী হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী ও উলিপুরের একজন আক্রান্ত হয়েছেন।
বর্তমানে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৬১ জন। এ পর্যন্তু সুস্থ হয়েছেন ৫৭১ জন। জেলায় মারা গেছেন ১৬ জন।
Leave a Reply