শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি যাত্রীবাহি বাস থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১ এর একটি আভিযানিক দল।
বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি করে র্যাব ফেনসিডিলসহ এই দুই মাদকপাচারকারীকে আটক করে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানার দাউদপুর এলাকার মৃত মোজাহারের ছেলে আব্দুল হান্নান ও নবাবগঞ্জ থানা তিখুর এলাকার মৃত ইহছাক আলী ছেলে তাহাজুল ইসলাম মধূ।
বিকেলে র্যাব-১ এর কোম্পানি-৩ এর রূপগঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এশিয়ান হাইওয়ের বাইপাস সড়কে নাবিল পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে। পরে র্যাব এর একটি টিম গোরাই মিলগেট এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে ওই যাত্রীবাহী বাসটি আটক করে। এসময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মাদকপাচারকারী দুইজনকে আটক করা হয়। পরে বাসে তল্লাশি করে মালামাল রাখার বক্সে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় একটি বস্তা ও দুটি ব্যাগ ভর্তি ৭১২ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৭৫০ টাকাসহ এসি বাসটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃত দুইজন র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ফেনসিডিলগুলো ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে পরষ্পরের সহযোগিতায় বাসে করে নিয়ে যাচ্ছিল।
আটককৃত দুইজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সুজয় সরকারসহ বিভিন্ন কর্মকর্তারা
Leave a Reply