শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:রাজধানীর বুড়িগঙ্গা নদীর বসিলা অংশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযানে বাধা দিতে গিয়ে আটক হয়েছিলেন আসাদুজ্জামান তালুকদার লাবু নামে এক ছাত্রলীগ নেতা। পরে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।জানা গেছে, আসাদুজ্জামান তালুকদার মাদারীপুরের কালকিনি পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি। তিনি উপজেলার গোপালপুর এলাকার আজিজ তালুকদারের ছেলে।এর আগে, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আমিন মোমিন হাউজিং এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানকালে আসাদুজ্জামান তালুকদার নামে এক যুবক বাধা দেওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সরকারি কাজে বাধা দেওয়ায় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আসাদুজ্জামানকে আটক করা হয়।এসময় পাঁচ-ছয়টি মোটরসাইকেলে চড়ে আরও কয়েকজন যুবক আমিন মোমিন হাউজিংয়ের গেটে অবস্থান করছিল। পরে আসাদুজ্জামানকে আটক করার পর তারা গেট থাকা সরে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।এ ব্যাপারে কালকিনি পৌরসভা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান বলেন, সে (লাবু) কী কারণে আটক হয়েছে বলতে পারব না।
Leave a Reply