শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল জেলা, মহানগরের উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়ায় ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল জেলা যুগ্ন আহ্বায়ক শাহিন, মহানগর সদস্য সচিব এহসান রাব্বি, এবং বরিশাল জেলা, মহানগর, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধাদের পতাকা হাতে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন ও নতুন প্রজন্মের শপথ পাঠ, উম্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ শেষে সমাধি জাদুঘর পরিদর্শন করেন ।
Leave a Reply