সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ৮ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে মোট দুই হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
বিভাগওয়ারি মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে ৫০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে পাঁচ দশমিক ০১ শতাংশ, খুলনায় চার দশমিক ৯২ শতাংশ, বরিশালে তিন দশমিক ৬০ শতাংশ, সিলেটে চার দশমিক ৩৫ শতাংশ, রংপুরে তিন দশমিক ১২ শতাংশ ও ময়মনসিংহ বিভাগে দুই দশমিক ৪২ শতাংশের মৃত্যু হয়।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।
Leave a Reply