রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার অনুষ্ঠিতব্য দিনব্যাপী এসডিজি বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে দেশের প্রথম সারির পত্রিকার স্থানীয় প্রতিনিধিদের আমন্ত্রন করেননি ইউএনও। এছাড়াও ইউএনওর অরুচিশীল বক্তব্যে সাংবাদিকদের বৃহৎঅংশ ক্ষোভে ফেটে পরেছেন। কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রিপোটার্স ক্লাবে এক জরুরী বৈঠকে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় রিপোটার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজিবর রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুল আকন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি জুলফিকার আমীন সোহেল, যুগ্ম সম্পাদক মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলেট প্রমুখ।
রিপোটার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে মনে হচ্ছে, দৈনিক আমাদের নতুন সময়, যায়যায়দিন, মানবজমিন, বর্তমান, মানবকন্ঠ, সংবাদ, আলোকিত বাংলাদেশ, ইনকিলাব, নয়া দিগন্ত, প্রতিদিনের সংবাদ, আমাদের কন্ঠ, এস টিভি বাংলা, তারা টিভি,জয় জাত্রা টেলিভিশন, বাংলাদেশের খবর, দেশের কন্ঠ, ভোরের আকাশ, বর্তমান সময়,দৈনিক অধিকার, ভোরের অঙ্গীকার, শাহানামা, আজকের বরিশাল, বরিশাল আজকাল, প্রথম সকাল, কলমের কন্ঠ, দক্ষিণাঞ্চল, পিরাজপুরের কথাসহ বিভিন্ন প্রথম সারির জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো গুরুত্বহীন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজিবর রহমান বলেন, মঠবাড়িয়ায় সাংবাদিকদের চারটি সংগঠন থাকলেও ইউএনও একটি সংগঠনকেই দাওয়াত দিয়েছেন। যা অত্যন্ত দুঃখজনক।
দাওয়াত না পাওয়া প্রসংগে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, আমি সাংবাদিক হিসেবে যাদের মনে করেছি তাদেরকেই ইনভাইট করেছি। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দাওয়াতে সমন্বয় থাকা উচিৎ ছিলো।
Leave a Reply