রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
মাসুদ রানা :মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির ভাষণে উপজেলা নির্বাহী অফিসার জি.এম.সরফরাজ বলেন, সামনের রমজানকে পুঁজিকরে একদল অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেটের মাধ্যমে কৃত্তিম সংকট দেখিয়ে মূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সচেতন মহলকে তৎপর হতে হবে।
খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমান মোবাইল কোর্ট চলমান থাকবে। জঙ্গী প্রতিরোধে প্রত্যেক মসজিদের ইমামদেরকে এ বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা দেয়ার পরামর্শ দিতে হবে। যেহেতু ইসলামে কোথাও জঙ্গীবাদের স্থান নেই। এসময় বক্তব্য রাখেন, রিপন বিশ্বাস সহকারী কমিশনার ভূমি। থানা অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, মাদক ও সন্ত্রাসের সাথে আপোষ নেই। এদের বিরুদ্ধে আমার প্রজ্ঞা ও সর্বশক্তি দিয়ে নির্মূল করতে জীবনের শেষ দিন পর্যন্ত অভিযান চালিয়ে যাব।
বক্তব্য রাখেন, মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, আনসার ভি.ডি.পি কর্মকর্তা মনিরুল ইসলাম, কে.এম.লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কে.এম মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার কিরণ রায়, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ রুহুল আমিন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, ইউ.পি চেয়ারম্যান আঃ ছোবাহান শরীফ, শাহজান হাওলাদার, ইব্রাহিম খলিল ফরাজী, হারুন হাওলাদার ও মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ প্রমূখ।
Leave a Reply