শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ॥
পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেনীর অনুষ্ঠিত মডেল টেষ্ট পরিক্ষায় জালিয়াতির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের নামে। অভিযোগ সূত্রে জানা যায়,দক্ষিন চন্দ্রপাড়া বেপারী বাড়ী সংলগ্ন বে-সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেনের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে নিজস্ব কোন শিক্ষার্থী না থাকায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া তিন ছাত্রীকে দিয়ে
পঞ্চম শ্রেনীর মডেল টেষ্ট পরিক্ষায় অংশ গ্রহন করানো হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জারিন তাসমিম যুথি, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী সাবরিন আক্তার রিতু ও সাদিয়া আফরিন ঐশি দক্ষিণ – পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রে শনিবার (১৫ সেপ্টেম্বর) গনিত এবং রবিবার (১৬ সেপ্টেম্বর)ইসলাম শিক্ষা পরিক্ষায় অংশ নেয়। খোজ নিয়ে জানা যায়, ঐ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর হাজিরা খাতায় ছাত্র-ছাত্রী সংখ্যা ১৯ জন। হাজিরা খাতা সূত্রে সকলেরই কম বেশি উপস্থিত দেখা যায়। মডেল টেষ্ট পরিক্ষায় ৬ জনের তালিকা দেখা যায়।
তবে অংশ গ্রহণ করেন মাত্র ৩ জন। যারাও অন্য বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। খোজ নিয়ে আরো জানা যায়, জাকিরের বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে নিজস্ব কোন শিক্ষার্থী নেই। তাই বিদ্যালয় টিকানোর জন্য জালিয়াতির পথ বেচে নিয়েছেন তিনি। এব্যাপারে তিন শিক্ষার্থীই তাদের অন্যত্র পড়ার কথা স্বীকার করেন। এব্যাপারে জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করতে বলেন, তিনি বলেন তার কিছু পার্সোনাল কথা আছে।
কৌশলে ক্যামেরা অন রেখে তার কাছে বিস্তারিত জানতে চাইলে সে জালিয়াতির কথা স্বীকার করেন। এসময় বলেন তার নতুন স্কুল, ছাত্র-ছাত্রী না দেখাতে পারলে সরকারি রেজিষ্টার হবে না। অন্য স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী অংশ নেয়ার জন্য বাউফল শিক্ষা অফিস ছাড় পত্র কেনো দিলো জানতে চাইলে জাকির বলেন, অফিস কিছু জানে না।তারা জানে এই শিক্ষার্থী তাদের। এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে বলেন, ঘটনার সত্যতা জানার জন্য বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও প্রধান শিক্ষক জাকিরের নামে নানান অনিয়মের অভিযোগ আছে, যা আগামী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
Leave a Reply