সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের করোনা উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টা ৪০ মিনিটে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এ নিয়ে ২৮ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৪২ জন।
করোনা ওয়ার্ড সূত্রে জানা গেছে, নগরীর নতুন বাজার এলাকার মৃত গবিন্দ চন্দ্র বণিকের বাবা নিমাই বণিককে (৬৬) করোনার উপসর্গ নিয়ে ৩০ জুলাই বিকাল ৫টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, এ নিয়ে গত ২৮ মার্চ থেকে ৪ জুলাই পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৪২ জন।
Leave a Reply