রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি।। বরিশালের আগৈলঝাড়ায় প্রথম এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তাকে দাফন সম্পান্ন করলেন উপজেলা বারপাইকা আল-মদিনা যুবসমাজ। ওই সংগঠনকে সরকারিভাবে শুধুমাত্র দুটি সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে।
আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল-মামুন জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজী এনামুল হকের ছেলে কাজী রুমান হোসেন (৩৬) ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতো।
তিনি ঢাকায় বসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলে ভর্তি হলে শুক্রবার সকালে মারা যায়। শুক্রবার রাতেই মৃত্যু কাজী রুমান এর গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের বারপাইকা আল-মদিনা যুবসমাজ নামের একটি সামাজিক সংগঠন দাফন সম্পন্ন করে।
ওই সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন শাহ এর নেতৃত্বে বেলাল আহম্মেদ সলেহি, মিরাজ শাহ, জুয়েল শাহ, বশির শাহ, মুমিন শাহ দাফন সমপূর্ন করেন।
বারপাইকা আল-মদিনা যুবসমাজ সংগঠনের সভাপতি মো. নাসির উদ্দিন শাহ জানান, স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের শুধুমাত্র দুটি সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে।
বাকি চারটি সুরক্ষা পোষাক (পিপিই) তাদের ক্রায় করতে হয়েছে। সরকারের কাছে তারা সম্পূর্ন সুরক্ষা ব্যাবস্থা পাওয়ার জন্য দৃষ্টি আর্কশন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল-মামুন করোনা রোগীর দাফনের সত্যতা স্বীকার করে আরো বলেন স্বাস্থ্য বিভাগ থেকে বারপাইকা আল-মদিনা যুবসমাজকে দুইটি সুরক্ষা পোষাক (পিপিই) দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত মৃত্যু রোগীর সাথে যারা ছিলেন তাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply