বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক রিপন বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।
বিএমপি’র মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় এয়ারপোর্ট থানার এসআই পিন্টু পাল, এএসআই আউয়াল ও এএসআই মহসিন সবুজ। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তারা।
এ ঘটনায় আটকৃত রিপনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply