রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল :
জেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম ১২৩জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে চার লাখ ৪০ হাজার টাকার বৃত্তি প্রদান করেছেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিক রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পষিদের সদস্য এসএম জামাল হোসেন, শহিদুল ইসলাম খান, ফারজানা বিনতে ওহাব, পিয়ারা বেগম, জিল্লুর রহমান মিয়া, মাসুদ আলম খান, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম আকন, প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির জন্য বর্তমান সরকার উপবৃত্তি চালু করেছে। বর্তমান সরকার শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে।
Leave a Reply