বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
এইচ.এম হেলাল ॥ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির পৃথক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বক্তারা ৭ নভেম্বরের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি এই দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করার দাবি জানান।
র্যালিতে উপস্থিত নেতা-কর্মীরা ৭ নভেম্বর বিপ্লবের ইতিহাস এবং তার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরেন। বক্তারা বলেন, ৭ নভেম্বর ছিল জাতীয় ঐক্যের প্রতীক, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, জনগণ এবং রাজনৈতিক দলগুলো একযোগে একটি অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে আনে। তারা এদিনের রাজনৈতিক ঐক্য এবং গণতন্ত্রের জন্য যুদ্ধের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেন।
এদিকে বরিশাল মহানগর যুবদল, জেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোও এই দিবসটি পালন করে। তারা শহরের সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির সঙ্গে প্রায় পুরো শহরের বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল যোগ দিতে থাকে। মিছিলের মধ্যে নেতাকর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার এবং দলের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের নেতাকর্মীরা একযোগভাবে ৭ নভেম্বরের বিপ্লবের সংগ্রামী ঐতিহ্যকে স্মরণ করেন এবং তার সত্যিকার অর্থ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply