বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কলেজ এভিনিউতে আলোচিত ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। মামলার মূল অভিযুক্ত প্রেমিকা হাফিজা বেগম শান্তা ও তার সহযোগী শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গত ৯ এপ্রিল কলেজ এভিনিউর জিমি ভবনের দোতলায় এক ভাড়া বাসায় পরকীয়াজনিত বিরোধের জেরে ব্যবসায়ী মাসুদুর রহমান ছুরিকাহত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ভাই কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তদন্তকারী কর্মকর্তা মৃতদেহের সুরতহাল, ময়নাতদন্তসহ প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে মামলার প্রকৃত রহস্য উদঘাটনে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় কাজ চালিয়ে যান।
অবশেষে ১৩ এপ্রিল বরিশাল নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে প্রেমিকা হাফিজা বেগম শান্তা (৩১) এবং তার সহযোগী শওকত হোসেন মোল্লা (৬৩)-কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হাফিজা বেগম দীর্ঘদিন ধরে মাসুদুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং সময় সুযোগ মতো অর্থ আত্মসাৎ করছিল। ঘটনার দিন তিনি মাসুদুরকে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। মাসুদুর এতে রাজি না হলে, হাফিজা ও তার সহযোগীরা মিলে তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারধরের ফলে মাসুদুর গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলার রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার মাধ্যমে পুলিশ পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply