সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পুলিশের ৭ সদস্যসহ নতুন করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১ হাজার ৪২২ ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। অন্যদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন ইন্টার্ন চিকিৎসক ও ৫ নার্সসহ জেলায় স্বাস্থ্য বিভাগের মোট ১৯০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২০ জনেই সীমাবদ্ধ রয়েছে।
অপরদিকে ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ১৩ ব্যক্তি। অদ্যাবধি জেলায় মোট ২৬৭ ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলায় ১৩ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪ জন, হিজলা উপজেলায় ২ জনসহ মোট ১৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
অপরদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৫ পুলিশ সদস্যসহ উজিরপুর উপজেলায় ৮ জন, বাবুগঞ্জ ভূমি অফিসের ১ কর্মচারী, বাংলাদেশ এয়ারফোর্সের ২ সদস্যসহ বাবুগঞ্জ উপজেলায় ৪ জন, বানারীপাড়া উপজেলায় ১ জন, বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় ১ জন, পুলিশ লাইন এলাকায় ১ জন, ব্যাংকে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ সদস্য, আরআরএফে কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নার্স, ১ জন ইন্টার্ন চিকিৎসকসহ মোট ২৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
Leave a Reply