রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তজেলা ডাকাত দলের সর্দার আবদুল হাকিমসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা।
রোববার বিকেলে র্যাবের লিগ্যাল এ- মিডিয়া উইং এর কমান্ডার আরাফাত ইসলাম (এনডি) বিপিএম সেবা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
র্যাব সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের মহেশপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যানুযায়ী, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় র্যাব-১০ এর সহযোগিতায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মহেশপুর এলাকার ডাকাত সর্দার আবদুল হাকিম, তার ঘনিষ্ঠ সহযোগি বাকেরগঞ্জের শাওন ইসলাম সোহাগ, নিজাম চৌকিদার, নাসির হাওলাদার, পটুয়াখালী সদরের কালাম হোসেন, রাঙ্গাবালীর আবদুর রহিম হাওলাদার, বরিশালের কাউনিয়া এলাকার রাজা খলিফা ও বরগুনার আমতলী এলাকার সেলিম মাতুব্বর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply