বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ৬৬ জন শনাক্ত হয়েছে। এ সময় তিনজন করোনা রোগী ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২২১ জন। একই সঙ্গে মৃত্যু ছাড়াল ২৫৩।
সোমবার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি বলেন, নতুন ৬৬ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশালে ২০ জন। এই জেলায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৫ জন।
এ ছাড়া পটুয়াখালীতে নতুন করে ১২ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৬ জন। ভোলায় নতুন ১৯ জন নিয়ে মোট সংখ্যা ১ হাজার ৬৯২ জন। পিরোজপুরে মোট আক্রান্ত ১ হাজার ৫৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১১ জন। বরগুনায় নতুন শনাক্ত ৪ জন নিয়ে মোট শনাক্ত ১ হাজার ২০৭ জন। ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় কেউ শনাক্ত হননি। ফলে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ২১০ জন। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মৃত্যুবরণ করা ২৫০ জনের মধ্যে প্রায় সবার বয়স চল্লিশ বছরের ওপরে। সর্বশেষ মৃত্যুবরণ করা তিনজনের মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৭৫ বছর বয়সী নূরজাহান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেরার দক্ষিণ রাজাপুরের ৪৫ বছরের সিয়াম নিজ বাড়িতে এবং ভোলা জেলার গাজীপুর রোডের ৪৪ বছর বয়সী মাহমুদা বেগম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ৪ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। করোনা ইউনিটে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ এবং ৭৬ জন করোনা টেস্টের রির্পোটের অপেক্ষায় আছে।
প্রসঙ্গত, এর আগে রোববার (২৫ এপ্রিল) ১০৪ জনের শনাক্ত ও ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য দপ্তর। বরিশাল বিভাগে ২০২০ সালের ৯ মার্চ সর্বপ্রথম পটুয়াখালীর দশমিনায় নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের করোনা ধরা পড়ে।
Leave a Reply