সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনা পজিটিভ ও উপসর্গে ২ রোগীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টায় ও রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
শনিবার রাত ১০টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার চাঙ্গাখালী গ্রামের বাসিন্দা আমজেদ মুন্সির ছেলে বজলুর রহমান (৫৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
তিনি শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
এ দিকে করোনা উপসর্গে রোববার দুপুর ১টা ৪০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিদ্দিকুর রহমান (৬৫)।
তিনি বরিশাল নগরীর ৪নং ওয়ার্ডেও বেলতলা মাহমুদিয়া স্কুল গল্লির বাসিন্দা আ. হালিম খলিফার ছেলে। তিনি গত বুধবার সন্ধ্যায় জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Leave a Reply