শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তবে, বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। বেড়েছে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হওয়ার হারও।
চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্ত হলে, মাগুরার শালিখা উপজেলার আশিকুজ্জামান নামে এক যুবককে রোববার ভোরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে ১০ জন মারা গেলেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগের চেয়ে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। নতুন ভর্তি হয়েছেন ২৭ জন। শনিবার সংখ্যা ছিলো ৩৩। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।
চাঁদপুরে এ পর্যন্ত সাতশো’র বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন। আগের চেয়ে কমেছে আক্রান্তের সংখ্যাও। বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৩ জন।
ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ১৩৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। নতুন মাত্র ১ জন ভর্তি হওয়ায়, জেলায় এখন রোগীর সংখ্যা ৬ জন।
এছাড়া সাতক্ষীরা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। সরকারের নানা উদ্যোগ সফল করতে, জনসচেতনতা বাড়লেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের।
Leave a Reply