রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ সালের এলএলবি ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।বুধবার (২২ মে) এই ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার বরিশাল ল’কলেজে অসাধারণ সাফল্য এসেছে। পাশের হার ৮৮ দশমিক ২৬ শতাংশ।
কলেজ সূত্রে জানা গেছে, পরীক্ষায় ৫২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৬৬ জন পাশ করেন। এর মধ্যে ৩৩২ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে।
বরিশাল ল’ কলেজের উপাধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, নিয়মিত ক্লাশ হওয়ার কারণেই পাশের হার এতো বেশি। তিনি আরও বলেন, প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে।
Leave a Reply