সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। এটা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৪ জুন এ বিভাগে সর্বোচ্চ ১৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
নতুন আক্রান্ত ১২৯ জন নিয়ে বিভাগে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০৯। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি। এ জেলায় মোট আক্রান্ত ১ হাজার ৪২২ জন। এর মধ্যে ১ হাজার ৬৯ জনই বরিশাল নগরের বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালীতে ৩২৬ জন, ভোলায় ২৬০ জন, পিরোজপুরে ১৯৪ জন, বরগুনায় ২১৪ জন ও ঝালকাঠিতে ১৯৩ জন রয়েছেন।
অপর দিকে মারা যাওয়া ৫৪ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ২০ জন, পটুয়াখালীতে ১৬ জন, ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৫ জন, ভোলায় ৩ জন ও বরগুনায় ২ জন রয়েছেন।
Leave a Reply