মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:পরিবহন সংকট নিরসন সহ তিন দফা দাবীতে বিক্ষোভ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। সোমবার (০৮ এপ্রিল) বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে বিক্ষোভ শুরু করা হয়।এরপর বিক্ষোভ মিছিল সহকারে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে বিএম কলেজ অধ্যক্ষর কাছে দাবী সমূহ বাস্তবায়নের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়।
বিএম কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে।যতদিন নিজস্ব বাস আসবে না ততদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেস বিহীন বাস বাতিল করে সকল রুটে নতুন বাস দেওয়া সহ আরো দাবী জানানো হয়েছে।
এছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তণের দাবী করা হয়েছে। এ দাবী বাস্তবায়নের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত কর্তৃপক্ষকে সময় বেধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন শিক্ষার্থীরা।বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূর নিরব, লোকমান হোসেন, সন্তু মিত্র, রনি, অন্বেশা দাস প্রমি প্রমূখ। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
Leave a Reply