রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বি এম কলেজ ছাত্রী মিলি হত্যা মামলায় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক পুলিন চন্দ্র সরকারকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনার নেতৃত্ব দেন এস আই মনিরুল ইসলামসহ একাধিক পুলিশ সদস্য এসময় বরগুনা জেলার বুধঘাটা গ্রামের দৃপ্ত বাড়ি থেকে তাকে রাত দেরটার সময় আটক করা হয় । এ খবর নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব উল আলম। তিনি আরো জানান, পুলিনকে এখন বরিশাল নিয়ে আসা হয়েছে। আজ তাকে কারাগারে প্রেরন করা হবে।
গত ৩ মে বেলা ১২টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ফিশারি রোডের একটি ফ্লাট থেকে মিলি ইসলাম (২৫) নামে এই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিএম কলেজের হিসাব বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। মিলি বরিশালের উজিরপুর উপজেলার জুগীকাঠি এলাকার মৃত আবুল কালাম আকনের মেয়ে।
এরপর নিহত ছাত্রী মিলির মা পারভিন খানম বাদী হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি প্রাথমীক তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
অভিযুক্ত পুলিন চন্দ্র সরকার পটুয়াখালীর সোনাপুরা গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে ও বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক। সে মিলিদের গৃহ শিক্ষক ছিল। সেসুবাদে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় পরিবার মেনে না নিলে মিলিকে নিয়ে কাশিপুরের এই বাসায় ওঠে পুলিন। তার একদিন পরেই মিলির ঝুলন্ত লাশ পাওয়া যায়।
Leave a Reply