শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ফরিদপুরে মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম লিপসন ইসলাম কলিন্স(১৫)।শনিবার দিবাগত রাতে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর এলাকা থেকে লিপসন ইসলাম কলিন্স নামের এক কিশোরকে আটক করা হয়েছে।
কলিন্স একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে অর্থের বিনিময়ে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার জন্য একটি ওয়েব পেইজ তৈরি করেছিল। তাকে আটক করার পর স্বীকার করেছে সে প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত।
কোম্পানি অধিনায়ক আরও বলেন, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply