রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। মৃত রিকশাচালকের নাম হামিদ জমাদ্দার (৫৫)। তিনি উপজেলার কেদারপুর গ্রামের বাসিন্দা বলে জানান শরীয়তপুর জেলার সিভিল সাজন এসএম আবদুল্লাহ আল মুরাদ।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম রাজিব জানান, গত ২০-২২ দিন ধরে রিকশাচালক হামিদ জমাদ্দার সর্দি, জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। তিনি কোনো চিকিৎসকের কাছে যাননি। নিজে নিজে ওঝার কাছে চিকিৎসা নেন।
তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন থেকে মারা যান। তার মরদেহ ইসলামি ফাউন্ডেশনের সহায়তায় সরকারি নীতিমালা অনুসরণ করে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনার পর তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
Leave a Reply