শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৩০নং ওয়ার্ড ছাত্রদলের অফিস ভাংচুর ও ব্যানার-পোস্টার ছিঁড়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে নগরীর ৩০ নং ওয়ার্ডের গড়িয়ারপার স্টেশনে।মঙ্গলবার দিবাগত গভীর রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চত করে এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি প্রত্যক্ষ করি। ছাত্রদল নেতাদের সাথে কথা বলে কারন জানা চেষ্টা করেছি। ছাত্রদলের অফিস ভাংচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে মহানগর ছাত্রদলের সহ সভাপতি ওবায়দুল হক উজ্জল জানায়, রাতের আধারে আমাদের পার্টি অফিস ভাংচুরের ঘটনায় আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানিয়েছি। তারা তদন্ত করছে। আমরা জড়িতদেরকে গ্রেফতার পরবর্তী শাস্তি দাবি করছি।
স্থানীয়রা নাম না প্রকাশের সর্তে জানায়, ৩০ নং ওয়ার্ড ছাত্রদলকে কোনঠাসা করে রাখার জন্য এধরনের কাজ দলীয় কিছু লোকজন করেছে।
কারন হিসাবে তারা বলেন, ৫ আগস্টের পর স্থানীয় কিছু নেতা দখল বানিজ্যে ও চাদাবাজীতে মেতে উঠে। ছাত্রদল নেতারা ওই অপকর্মে সমালোচনা করে আসায় রাতের আধারে তাদের অফিস ভাংচুর করেছে।
Leave a Reply