শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (২ মার্চ) সকালে ওই নারী বিষপান করে। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলা উদ্দিন ঘরে ঢুকে গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে। এর মধ্যে তার স্বামী বাড়িতে আসলে তার চিৎকার শুনে দ্রুত ঘরে গিয়ে দেখেন আলা উদ্দিন তার স্ত্রীকে ধর্ষণ করছে।
পরে স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আলা উদ্দিনকে আটক করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের নুরু মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ রাতেই ধর্ষককে মারধর করে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে সকালে গৃহবধূ পলি বিষ পান করলে তাকে পরিবারের লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে চরজব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
Leave a Reply