সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ গত ২৪ ঘন্টায় একইদিনে বরিশালের গৌরনদীতে সবোর্চ্চ রেকর্ড পরিমান ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, ব্র্যাক ব্যাংক টরকী শাখার কর্মকতার্র্, গৌরনদী হাইওয়ে থানার এক কনেস্টবল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফসহ শাওড়া, বিল্বগ্রাম, চরগাধাতলী গ্রামের বাসিন্দা রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ সায়্যিদ মোঃ আমরুল্লাহ।
উপজেলা প্রশাসন ওই তিনটি ব্যাংকের শাখা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর লক-ডাউন করে দিয়েছেন। এনিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন পাঁচজন, অন্যত্র গিয়ে চিকিৎসা নিয়েছেন পাঁচজন ও একজন মৃত্যুবরন করেছেন। অপরদিকে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন জানিয়েছেন, তার ওয়ার্ডের কাসেমাবাদ গ্রামের গনী হাওলাদার (৬০) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেছেন।
Leave a Reply