শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:রাজশাহীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করার সময় নগরের ভদ্রার মোড় থেকে দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১০টায় র্যাবের অভিযানে গ্রেফতার হন জয়পুরহাট পাঁচবিবি থানার তাসেফ আলীর দুই ছেলে আপেল মাহমুদ (৩০) ও রাসেল মাহমুদ (২৮)। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৫১০ পিস ইয়াবাসহ একটি অটোরিকশা জব্দ করা হয়।
র্যাবের তথ্য মতে, মঙ্গলবার সকালে এসএ পরিবহন থেকে এই দুই সহোদর ইয়াবার চালান রিসিভি করে নেয়। চট্টগ্রাম থেকে আসা ইয়াবার চালানটি এর পর নগরের ভদ্রা মোড়ের অটোতে করে নিয়ে আসা হয়। উদ্দেশ্য ছিল বাসে করে জয়পুরহাটে চালানটি নিয়ে যাবার। এসময় র্যাব-৫ এর সদস্যরা অটোরিকশাতে থাকা একটি প্যাকেটসহ তাদের গ্রেফতার করে।ঘটনাস্থলেই স্থানীয় কয়েকজনের সামনে ইয়াবাগুলো গোনা হয়।পরবর্তীতে সংশ্লিষ্টদের মালসমেত র্যাব অফিসে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply