বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ডা. মৌমিতাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল শনিবার সকালে উপজেলার গৈলা বাজারের শহীদ মিনারের সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
শিক্ষার্থী রিফাত হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, হিমেল তালুকদার, অন্তরা রায়, দীনা ইসলাম, আলকাস হোসেন, রাজু বালী, নিকোলাস হীরা, সোলায়মান শাওনসহ প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা বলেন, বিশ্বের নানা প্রান্তে শিশুসহ বিভিন্ন বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু কোন বিচার হচ্ছে না। প্রতিটি ধর্ষণের বিচার এবং অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে প্রতিবাদী শ্লোগান দিতে থাকেন।
Leave a Reply