সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সৌদি আরবে পাঁচ বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত চিকিৎসক। বাকিরা দেশটির বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। রিয়াদে স্থাপিত বাংলাদেশী দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
দূতাবাস জানায়, এখন পর্যন্ত সৌদি আরবে পাঁচ বাংলাদেশী চিকিৎসক নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে তিনজনের। এর আগে মার্চ ও মে মাসে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রাণ হারান আরো দুই বাংলাদেশী চিকিৎসক। সর্বশেষ ১৯ জুন ড. মোহাম্মদ সাইফুল্লাহ (রওনক) নামে এক বাংলাদেশী চিকিৎসক কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান। তিনি রিয়াদে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কিং সালমান হসপিটালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
৩১ মার্চ সৌদি আরবে বাংলাদেশী চিকিৎসকদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রথম মারা যান ডা. আশফাক হোসেন (৬২)। মদিনায় অর্থোপেডিক সার্জন হিসেবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন তিনি। এরপর গত ১৯ মে জেদ্দায় মৃত্যু হয় বিন লাদেন পলি ক্লিনিকের চিকিৎসক ডা. আবদুর রহিমের। ১৩ জুন রিয়াদে মারা যান ডা. মো. আনোয়ার উল হাসান। তিনি সেখানকার বদরুদ্দিন পলি ক্লিনিকের চিকিৎসক ছিলেন।
এরপর ১৬ জুন মদিনায় মারা যান ডা. গোলাম মোস্তফা। তিনি সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আগুল হেলথ সেন্টারে কর্মরত ছিলেন। এর আগে ৩৪ বছর ধরে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকরি করেছেন তিনি। চার মাস আগে অবসর গ্রহণের পর দেশে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।
এর বাইরেও রিয়াদে বাংলাদেশী দুই চিকিৎসকের স্ত্রীর মৃত্যু হয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গিয়েছে।
সৌদি আরবে এ মুহূর্তেও বেশ কয়েকজন বাংলাদেশী চিকিৎসক নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের বিষয়ে নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। এছাড়া মৃত চিকিৎসকদের স্বজন ও পরিবারের প্রতি শোক জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসীহ।
জানা গিয়েছে, নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সর্বশেষ মৃত ডা. মোহাম্মদ সাইফুল্লাহ (রওনক) সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। সৌদি আরবে কভিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে সংক্রমিত হন তিনি। পরবর্তী সময়ে তাকে প্রিন্স সালমান হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রিয়াদের আবদুর রহমান হাসপাতালে নিয়ে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Leave a Reply