সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসে আক্রান্ত হলেন আরো ৪৯ জন আনসার সদস্য। রোববার পর্যন্ত ১৩ কর্মকর্তাসহ মোট ৮৩৬ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু রাজধানীতেই আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত ৩৭৩ জন।
করোনার সংকটময় মুহূর্তে বিভিন্ন হাসপাতালে এবং সরকারি-বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন বাহিনীর সদস্যরা।
রোববার রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, বাহিনীর সদস্যরা সারা দেশের জনসাধারণকে সচেতন করতে কাজ করছেন এবং নিরাপদ দূরত্ব মেনে চলতে আহ্বান জানাচ্ছেন।
এ দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে বাহিনীতে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮৩৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন সদস্য। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন সদস্য। এ পর্যন্ত ৪ কর্মকর্তাসহ মোট ৪৬৫ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৬ শতাংশ।
Leave a Reply