রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৩৮ জনের।
একই সময়ে নতুন করে ১৩ হাজার ৮১৭ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।
বুধবার (৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। তার আগের দিন সোমবার (২ আগস্ট) সর্বোচ্চ ২৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া গত রবিবার (১ আগস্ট) দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর এর একদিন আগেও ২৪ ঘণ্টায় মৃত্যুসংখ্যা ছিল ২১৮।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুরেখা ঊর্ধ্বমুখী হতে থাকে।
Leave a Reply