রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে গেল জুলাইয়ে করোনায় ৪০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫৮ জন করোনায় ও ২৪৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ মাসে মারা গেছেন ৪৪ দশমিক ১৩ শতাংশ রোগী। একই সময়ে ১৩ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ৬৬ শতাংশ।
স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ৩১ জুলাই পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ৪৬৯ জন। এর মধ্যে মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ২০৭ জনের, যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ১৩ শতাংশ। শুধু জুলাই মাসেই করোনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত মারা গেছে ৭৭৭ জন।
বরিশাল জেলায় করোনায় সবচেয়ে বেশি ১৫৪ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ৮০ জন পটুয়াখালীর। এ ছাড়া পিরোজপুরে ৭২, বরগুনায় ৬৬ ও ঝালকাঠিতে ৫৮ জন করোনায় মারা গেছেন। বিভাগে মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ হলেও সবচেয়ে বেশি মৃত্যুর হার বরগুনায় দুই দশমিক ৩১ শতাংশ। জুলাইয়ের শুরু থেকেই বরগুনায় মৃত্যু হার সবচেয়ে বেশি।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘কমিউনিটি ট্রান্সমিশনের কারণেই সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। করোনা শনাক্ত রোগীদের মধ্যে বড় একটি অংশ এখন গ্রামের। করোনা ঠেকাতে বেশির ভাগ মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। টিকার পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানলেই কেবল সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকবে না। এ জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
Leave a Reply