রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৮ হাসপাতালে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৪ জন এবং ১৪ জন করোনায় মৃত্যুবরণ করেন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৪২ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬২৪ জন।
শুক্রবার (৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২০৩ জন। এ পর্যন্ত এ জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫৩৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৬৫ জন। ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৭৫ জন।
পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছেন ১২৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৩১ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮৭ জন।
ভোলা জেলায় নতুন ১৫৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৪ হাজার ৭৪৩ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৪৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৬৮৩ জন।
পিরোজপুর জেলায় নতুন ৪৪ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৯২ জন।
বরগুনা জেলায় নতুন ৪৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন।
ঝালকাঠি জেলায় নতুন ৪৫ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮২ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৫ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২২২ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১৪ জন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা রোগীসহ মোট ১৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন।
এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে দুইজন, পটুয়াখালী হাসপাতালে দুইজন, বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বরগুনা জেনারেল হাসপাতালে একজন, মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ভোলা সদর হাসপাতালে তিনজন চিকিৎসাধীন অবস্থায় করোনা রোগী মৃত্যুবরণ করেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৮০ জন চিকিৎসাধীন রোগী আছেন।
তিনি আরও জানান, যার মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ, ১৮৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৯৫ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮২ জন পজিটিভ ও ১০৫ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ৩২ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৮৫৮ জন।
পটুয়াখালীর দশমিনায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬২২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৮৯ জন।
Leave a Reply