মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে জোরপূর্বক বের করে দিয়ে নৌকার পক্ষে সিল মারার অভিযোগে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।আজ রোববার (৩১ মার্চ) সকাল সোয়া আটটার দিকে উপজেলার বন্দ্যকাওয়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর নৌকার পক্ষে ওই এলাকার সুরুজ আল মামুন, বরকত ও মফিজের নেতৃত্বে ১০/১২ জন ভোট কেন্দ্র জোরপূর্বক প্রবেশ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানের দুই এজেন্ট লিটন ও আরিফকে বের করে দেয়। এসময় তারা জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা, তালা ও কলস প্রতীকে সিল মারতে থাকে।
খবর পেয়ে বিজিবি সদস্য ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে গিয়ে সুরুজ ও বরকতকে আটক করে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট লিটন ও আরিফ অভিযোগ করে বলেন এ সময় তার দেড় থেকে দুই শতাধিক ব্যালটে সিল মেরে বক্সে ঢুকিয়েছে।জাল ভোট হয়েছে কি না তা জানেন না বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা মো. জিয়াউল হক। তবে বুথে অনধিকার প্রবেশের অপরাধে দুইজনকে আটক করেছে ভ্রাম্যামাণ আদালত।এ বিষয়ে ভ্রাম্যামাণ আদালতের বিচারক সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান দুইজনকে আটকের কথা স্বীকার করেন।
Leave a Reply