মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শাকিল মাহমুদ॥ বৃষ্টিতে সবুজ নগরী বরিশালের গাছপালাগুলো হয়ে উঠেছে আরও সবুজ। বৃষ্টির পানি পেয়ে কাজে মন দিয়েছেন কৃষক। অবশ্য বৃষ্টির কারণে নগর জীবনে কিছুটা দুর্ভোগ দেখা দিয়েছে। নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ড্রেনের ময়লাযুক্ত পানি রাস্তায় উঠে আসছে। পাড়া মহল্লার গলিগুলোর রাস্তা ডুবে যাচ্ছে। এতে জুতা স্যান্ডেল হাতে নিয়ে রাস্তা পাড়ি দিতে হচ্ছে মানুষদের। সব মিলে দুর্ভোগে পড়ছেন নগরীর নিচু এলাকার মানুষ।
সোমবার (৬জুন) বরিশালে সকাল শুরু হয় বৃষ্টি দিয়ে। আষাঢ়ের ২২তম দিনের শুরুতেই বর্ষা ধারায় ভিজেছে বরিশালের পথ। এতে শহুরে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ ঘটলেও সেচ নিয়ে চিন্তায় থাকা কৃষকরা ব্যাপক খুশি। সবাই নেমেছেন জমিতে।
বরিশাল আবহাওয়া অফিসের এসও আনিসুর রহমান বলেন, দেশে মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। মৌসুমি বায়ু বিস্তৃত হওয়ায় এর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। বরিশালেও হচ্ছে বৃষ্টিপাত। এটি স্বাভাবিক ঘটনা এবং বর্ষার চিরচেনা রূপ। বর্ষার মৌসুমের বৃষ্টি কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা যায় না। গতকাল রবিবার (৫ জুন) ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় বরিশালের আবহাওয়া অফিসের বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইনগেজে। এদিকে তিব্র গরমের পরে আষাঢ় মাসের বৃষ্টিতে কৃষকের মুখে ফুটেছে হাসি। কৃষি বিভাগ বলছে- এই বৃষ্টি ফসলের জন্য আশীর্বাদ।
বরিশাল মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা ফাহিমা হক বলেন, বর্তমানে মাঠে আমন ও আউশ ধান আছে।বর্তমান এ মৌসুমে কৃষকের কিছু ক্ষতি আছে আবার লাভও আছে।আউশ ধানগুলো যদি ফুল আসার পর্যায়ে থাকে তখন অতিরিক্ত বৃষ্টি হলে চিটা হবার সম্ভাবনা থাকে। আবার কিছু ক্ষেত্রে ধানের জন্য বর্তমানের বৃষ্টিটা আশির্বাদ। সব মিলিয়ে জমিতে থাকা সবজি, আমন ও আউশ ধানের জন্যে এই বৃষ্টি আশীর্বাদ।
Leave a Reply