বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদাবাজি মামলায় ঘোড়াঘাটের আলোচিত ও একাধিক মামলার আসামি মঈনুল মাস্টারকে হিলি থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মঈনুল মাস্টার ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। আটকের পর তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে মাদ্রাসার কাজ করার সময় মঈনুল মাস্টার ও তার লোকজন কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত ১ তারিখে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়। এ মামলায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply