সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
এইচ.এম হেলাল : বরিশালে কচুরিপানা দিয়ে ভরা একটি ডোবায় ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আজ শনিবার দুপুরে নগরীর এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে থাকা ডোবা থেকে লাল গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট পরিহিত যুবকের অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশের শরীরে অসংখ্য কোপের চিহ্ন রয়েছে, যা থেকে প্রমাণিত হচ্ছে যে, যুবকটি খুন হয়েছে। এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং এ কারণে পুলিশ ইতোমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে এবং প্রাথমিকভাবে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যে ধরনের কোপের চিহ্ন পাওয়া গেছে, তা থেকে মনে হচ্ছে যে, হত্যাকারী পূর্বপরিচিত হতে পারে। যুবকের লাশ উদ্ধারের পর এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কে আছেন। তারা পুলিশকে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের এলাকায় এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি ঘটেনি, তবে তারা এই ঘটনায় শঙ্কিত। পুলিশের তদন্তে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু স্পষ্ট তথ্য পাওয়ার চেষ্টা চলছে, যাতে হত্যাকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়। এ ঘটনায় তদন্তে সহায়তার জন্য স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে সাক্ষী সংগ্রহের কাজও চলছে।
Leave a Reply