শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ইলিশ মাছের প্রজনন স্থলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে গত ২০ দিনে ৫৯৬ জন জেলেকে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ২৮ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।
বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে ৩ হাজার ১৩টি অভিযান চালানো হয়েছে, যার ফলে ৯৮২টি মামলা রুজু করা হয়েছে এবং ৯৩০টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
অভিযানের অংশ হিসেবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট, আড়ত ও বাজার পরিদর্শন করেছেন। গত ২০ দিনে ১৭ হাজার ৩৬১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে এবং ১৮ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৩০০ টাকার মূল্যের ৯৯ লাখ ৩৯ হাজার ৬০০ মিটার অবৈধ জালও উদ্ধার করা হয়েছে। এসব জালের সাথে জব্দ হওয়া নৌকাসহ অন্যান্য সরঞ্জাম নিলাম করে আয় হয়েছে ৬ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।
মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানিয়েছেন, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকবে। বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
এখন মৎস্য অধিদপ্তর এই অভিযানকে আরও জোরদার করার পরিকল্পনা করছে, যাতে ইলিশের প্রজনন রক্ষা করা সম্ভব হয় এবং পরবর্তী প্রজন্মের জন্য মাছের সংকট কমানো যায়।
Leave a Reply