শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ২ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলি ডিবি পুলিশ।
সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজার সামনে থেকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোস্তফা কাজির ছেলে মেহেদী হাসান (৩০) ও তার সহযোগী মিলন রাঢ়ীকে ২ কেজি গাজাসহ বরিশাল জেলা ডিবি পুলিশের এস আই সুদেব হাওলাদার সংগীয় ফোর্স নিয়ে ৪ মার্চ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর -০৫।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামিদের বরিশাল আদালতের প্রেরণ করা হয়েছে । আদালতের বিচারক জেল হাজতে প্রেরন করে
Leave a Reply