শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কোভিড-১৯ এর ওমিক্রন ধরনের দাপট পেরিয়ে টানা তিনটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত) ১৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
এ পর্যন্ত শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু আগের মতোই ২৯ হাজার ১১২ জনে থাকল। বৃহস্পতিবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে হয়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ১৯৬ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, সাতজন রাজশাহী বিভাগের, চারজন সিলেট বিভাগের, তিনজন খুলনা বিভাগের, চারজন বরিশাল বিভাগের ও দুজন রংপুর বিভাগের।
সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন এক হাজার ৫৬১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠলেন।
Leave a Reply