বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ইভিএম বাতিলের দাবির প্রসঙ্গে, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ইভিএমের ত্রুটি প্রমাণিত না হওয়া পর্যন্ত এই পদ্ধতি চলমান থাকবে। রোববার( ২৮ অক্টোবর) সকালে রাজশাহীর নির্বাচন অফিসে বিএনপি নেতাদের স্মারকলিপি গ্রহণ করে একথা বলেন তিনি।
এ সময় রফিকুল ইসলাম বলেন, ‘যাদের শঙ্কা আছে তারা যদি কোন ভাবে ইভিএম ত্রুটিপূর্ণ দেখাতে পারে বা প্রমাণ করতে পারেন তাহলে ইভিএমের ধারে কাছেও থাকবো না। আমরা জানি যে এটা ত্রুটিমুক্ত এবং গ্রহণযোগ্য নির্বাচনে সহযোগিতা করবে তাই আমরা আমরা ইভিএম ব্যবহার করছি।
Leave a Reply