রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৮ জন। এ নিয়ে বরিশালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪২ জনে। মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন।
রোববার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় মারা যাওয়া তিনজন হলেন- বরিশালের উজিরপুর উপজেলার শহীদুল (৪৮), বরিশাল নগরীর নবগ্রাম রোডের বাহাউদ্দিন গাজী (৭০) ও রুপাতলী এলাকার সানজিদা রহমান (৫০)।
এছাড়া একই সময়ে শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ১০০ জন। এরপর ঝালকাঠিতে ২৯ জন, পটুয়াখালীতে ২৮ জন, ভোলায় ২৩ জন, পিরোজপুরে ২১ জন ও বরগুনায় সাতজন।
বিভাগে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। সর্বোচ্চ বরিশালে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৭৪ জন। পটুয়াখালীতে এক হাজার ৯৯৯ জন, ভোলায় এক হাজার ৫২১ জন, পিরোজপুরে এক হাজার ৪৬৫ জন, বরগুনায় এক হাজার ১৬২ জন ও ঝালকাঠিতে এক হাজার ১১৬ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩০ জন রোগী সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮ জন। বিভাগে বর্তমানে করোনা সংক্রমিত হয়ে দুই হাজার ৩০৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিভাগে মারা যাওয়া ২৪২ জনের মধ্যে মৃতের তালিকায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মারা গেছে ১০৩ জন। এরপর পটুয়াখালীতে ৪৭ জন, পিরোজপুরে ২৯ জন, ঝালকাঠিতে ২৩ জন, বরগুনায় ২২ জন ও ভোলায় ১৮ জন।
Leave a Reply