করোনা: বরিশালে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২২ Latest Update News of Bangladesh

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




করোনা: বরিশালে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২২

করোনা: বরিশালে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২২

করোনা:১১ মৃত্যু, শনাক্ত ৫৯৯




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল তথা দক্ষিণাঞ্চলে আরও তিনজনের করোনায় মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২১৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৬ জন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, মারা যাওয়া একজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা যান। ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বাসা সিটি কর্পোরেশনের আমতলা মোড় এলাকায়।

 

 

এদিকে বাবুগঞ্জের বাহেরচর স্বাস্থ্য কমপ্লেকে আবদুল খালেক ব্যাপারী (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি করোনা পজিটিভ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন বাহেরচর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ ডা. সুভাষ চন্দ্র সরকার।

 

 

স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে শনাক্তের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এই হার অনেক বেশি। শুধু টিকা নিলেই চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

 

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। আক্রান্ত ৪৮ জন। ৩৯ জন ভোলায়, ১৫ জন ঝালকাঠিতে, ১৩ জন পিরোজপুরে, পটুয়াখালীতে চারজন এবং বরগুনায়ও চারজন শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এর মধ্যে বরিশালে ৫ হাজার ৩৭৬, পটুয়াখালী ১৮৪৫ জন, ভোলা ১২২৩ জন, পিরোজপুর ১৩০০ জন, বরগুনা ১০৯০ জন এবং ঝালকাঠিতে ৯৩২ জন। ২৪ ঘণ্টায় মাত্র ২৭ জন রোগী বরিশাল বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মৃত ২১৮ জনের মধ্যে বরিশাল জেলায় ৯৩ জন, পটুয়াখালীতে ৪৪ জন, ভোলায় ২২ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন এবং ঝালকাঠিতে ২০ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD