বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ শহীদ শেখ রাসেল স্মৃতি সংসদ। বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঐতিহাসিক সমমনা সংগঠন। শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটের আঘাতে নির্মম ভাবে নিহত হন। তিঁনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। তাঁর স্মৃতি চির অম্লান করার জন্য কেন্দ্রীয় ভাবে প্রতিষ্ঠা করা হয় শেখ রাসেল স্মৃতি সংসদ।
বরিশালের বানারীপাড়া উপজেলায়ও রয়েছে এই সংগঠনটির কমিটি। পূর্ণাঙ্গ এই কমিটির সভাপতি মেহেদি হাসান মিলন, সাধারণ সম্পাদক মো. সোহাগ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহিদ খান ও জাহিদ ফকির এবং প্রচার সম্পাদক সহ আরও কয়েকজন সদস্যবৃন্দ প্রকাশ্যে স্বাধীনতার প্রতীক নৌকার বিরোধীতা করছে পৌরসভা নির্বাচনে এমন অভিযোগ পাওয়া গেছে।
শেখ রাসেল স্মৃতি সংসদের একটি কার্যালয়ও আছে বানারীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড সংলগ্ন নরত্তমপুর গ্রামে। কমিটির শীর্ষ নেতৃবৃন্দ প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতীক নৌকার বিরোধীতা করায় তারা দেশ প্রেমিক কিনা এ নিয়ে সচেতন মহলের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বানারীপাড়া উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী বহিস্কৃত প্রার্থীর পক্ষ অবলম্বন করায় তাদেরকে সংগঠন থেকে বহিস্কার করার দাবী উঠেছে।
Leave a Reply