শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার রেশ। হত্যার উদ্দেশ্যে স্বর্নকার যুবকে কুপিয়ে যখম। পৃথক হামলায় ২ জন গুরুতর আহত হয়েছে। আহত ও এলাকা সূত্রে জানাগেছে গতকাল শনিবার রাত ২ টায়। আগৈলঝাড়া উপজেলার রামানন্দের আক গ্রামে।
আমতলা দুর্গা মন্দিরের পূজা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার রেশ ধরে, একই গ্রামের প্রতিপক্ষ লাল মোহন গাইনের পূত্র বর্তমান ইউপি সদস্য ললিত গাইনের উস্কানিতে ললিতের ভাড়াটিয়া সন্ত্রাসী কালিপদ গাইনের সন্ত্রাসীপুত্র অশোক গাইন, বাদল গাইনসহ অপরিচিত ৪/৫ জন ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণকার উৎপল মন্ডল (১৮) কে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মাথায় কুপিয়ে গুরুতর জখম করে।
উৎপলের আত্ম চিৎকারে পূজা অনুষ্ঠানে থাকা লোকজন ছুটে আসতেই, সন্ত্রাসীরা উৎপলের গলায় থাকা স্বর্নের চেইন, পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত শটকে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানাগেছে উৎপলের ঠাকুর দাদা মনোহর মন্ডলের কাছ থেকে মেম্বর ললিত ১ লক্ষ ৮০ হাজার টাকার ধান ক্রয় করে ছিল ৩ বছর পূর্বে।
মনোহর মৃত্যু বরণ করায় ললিত টাকা পরিশোধ না করায়, উৎপল তাগাদা দিলে দেই দিচ্ছি করে কাল ক্ষেপন করে। এতে শত্রুতার সৃষ্টি হয়। এরই রেশ ধরে উৎপলকে খুন জখম করার হুমকী দিয়া আসছিল ললিত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে উৎপলের স্বজনদের সূত্রে জানাগেছে। অপর দিকে একই সময় উপজেলার বারপাইকা (দপাইরপাড়) গ্রামে, পূজা মন্ডপে নাচাকে কেন্দ্র করে, এক দল উশৃঙ্খল যুবক বাড়ি ফেরার পথে কমল সরকার (২০) কে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা কমলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
Leave a Reply