সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪২ জন। এনিয়ে আক্রান্তের এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২১ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে দুই নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা এ ভাইরাসে মারা গেলো ১১৩ জন।
রোববার (২৮ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিস জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাইকপাড়া এলাকায় চৈতী নামের ২৬ বছর বয়স্ক এক গৃহবধূ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তাকে গোসল করানো সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য রোজিনা আক্তার জানান, সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে চৈতির মৃত্যু হয়। তার দেড় বছরের একটি শিশু রয়েছে। এছাড়া রূপগঞ্জে ৬৫ বছরের এক নারী ও ৫৫ বছরের এক পুরুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ২৪ হাজার ৩৪২ জনের নমুনা নেয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন।
Leave a Reply